খাগড়াছড়ি হাসপাতালে ২০ দিনে ১২ শিশুর মৃত্যু, বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খাগড়াছড়ি হাসপাতালে ২০ দিনে ১২ শিশুর মৃত্যু, বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

খাগড়াছড়ি হাসপাতালে ২০ দিনে ১২ শিশুর মৃত্যু, বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা



খাগড়াছড়ি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

খাগড়াছড়িতে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়ছে। জেলার আধুনিক সদর হাসপাতালে গত ২০ দিনে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, খাগড়াছড়িতে দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য বেড়ে যাওয়ায় আবহাওয়ার তারতম্য দেখা দিয়েছে। পাহাড়ের দুর্গম এলাকায় শীতের প্রভাব বেশি থাকায় সেখানকার শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগ দ্রুত ছড়াচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডাজনিত অসুস্থতায় ভর্তি হওয়া অধিকাংশ শিশুর বয়স ৬ থেকে ১৮ মাস। ১৫ শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিনই ৫০-৬০ জন রোগী ভর্তি থাকছে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে কয়েকশ রোগী। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক বলেন, “ঋতু পরিবর্তনের কারণে নবজাতক ও শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। অনেক শিশু সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হচ্ছে। সামনে আরও রোগীর চাপ বাড়তে পারে।”

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, “এই মাসের শুরু থেকেই নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। গত ২০ দিনে ১২ শিশু মারা গেছে, তাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়, বাকিরা ঠান্ডাজনিত ও অন্যান্য রোগে মারা গেছে।”

চিকিৎসকরা শিশুদের উষ্ণ রাখার পরামর্শ দিয়েছেন এবং অভিভাবকদের সতর্ক থেকে শিশুদের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই