মাত্র পাঁচ উপকরণে তৈরি করুন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় খাবার ‘দোসা’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাত্র পাঁচ উপকরণে তৈরি করুন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় খাবার ‘দোসা’

 


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মাত্র পাঁচ উপকরণে তৈরি করুন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় খাবার ‘দোসা’

 টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:১০ | আপডেট: ১১:৫৮

দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ‘দোসা’ এখন বাংলাদেশের শহুরে রান্নাঘরেও জায়গা করে নিয়েছে। চাল ও কলাইয়ের ডাল দিয়ে তৈরি এই হালকা, খাস্তা ও সুস্বাদু পদটি বিকেলের নাস্তা কিংবা শিশুদের টিফিনের জন্য আদর্শ। আলুর তরকারি, নারকেলের চাটনি, ঘন ডাল বা সবজির সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ হয় আরও বাড়তি।


🍳 দোসা তৈরির উপকরণ (৫টি মাত্র)

  • আধা সেদ্ধ করা পোলাওয়ের চাল: ৩ কাপ

  • কলাইয়ের ডাল: ১ কাপ

  • খাবার সোডা: পরিমাণমতো

  • লবণ: ১ চা চামচ

  • চিনি: আধা চা চামচ


🔹 প্রথম ধাপ: ব্যাটার তৈরি

চাল ও কলাইয়ের ডাল ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ব্লেন্ডারে মিহি করে পেস্ট তৈরি করুন।
এই মিশ্রণে লবণ, চিনি ও সামান্য পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন।
এরপর স্বাভাবিক তাপমাত্রায় আরও ৬–৭ ঘণ্টা ঢেকে রাখুন।


🔹 দ্বিতীয় ধাপ: দোসা ভাজা

একটি নন-স্টিক প্যান হালকা আঁচে গরম করে তেল ব্রাশ করুন।
এক টেবিল চামচ ব্যাটার ঢেলে চামচ দিয়ে গোল করে ছড়িয়ে দিন।
নিচের অংশ হালকা বাদামি হয়ে কোণাগুলো উঠতে শুরু করলে বুঝবেন দোসা তৈরি।


🔹 তৃতীয় ধাপ: পরিবেশন

দোসা প্যান থেকে আস্তে করে উঠিয়ে নিন। চাইলে রোল করে বা সোজা অবস্থায় পরিবেশন করতে পারেন।

👉 টিপস: প্রতিবার নতুন দোসা দেওয়ার আগে প্যানটি নরম তোয়ালে ও সামান্য লবণ দিয়ে মুছে আবার তেল ব্রাশ করুন— এতে দোসা আরও মুচমুচে হবে।


🌿 পরিবেশন পরামর্শ

নারকেলের চাটনি, আলুর মাসালা, টমেটো চাটনি বা ডালের সঙ্গে পরিবেশন করলে দোসার স্বাদ হবে রেস্টুরেন্ট-মানের।

কোন মন্তব্য নেই