হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

 


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

 টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। দলের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেন দুর্দান্ত ৮৯ রানের ইনিংস, যার মধ্যে ছিল ৯ চার ও ৪ ছক্কা। এছাড়া সাইফ হাসান যোগ করেন ২৩ রান।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ১৬.৫ ওভারে। রোস্টন চেসের ৫৭ ও আকিম অগাস্তের অপরাজিত ৫২ রানের ফিফটিতে ভর করে সফরকারীরা সহজেই লক্ষ্যে পৌঁছে যায়।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৪ ওভারে ৪৩ রানে ৩টি উইকেট নেন।


🔹 একার লড়াই তানজিদের

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও পুরোনো ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি হয় বাংলাদেশের। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দল। তবে একপ্রান্ত আগলে রেখে লড়েছেন তানজিদ।
৩৬ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পথে তিনি বাংলাদেশের হয়ে দ্রুততম (৪২ ইনিংসে) ১ হাজার টি-টোয়েন্টি রানের মাইলফলক স্পর্শ করেন।

কিন্তু সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সেঞ্চুরির আশা পূরণ হয়নি তার। ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই রোমারিও শেফার্ডের বলে আউট হন তিনি।


🔹 শেষদিকে ধস

১৬তম থেকে ১৯তম ওভারের শেষ বল পর্যন্ত টানা চার ওভারে শেষ বলে একটি করে উইকেট হারায় বাংলাদেশ।
রিশাদ (৩), সোহান (১), নাসুম (১) ও জাকের (৫) একে একে সাজঘরে ফেরেন। শেষদিকে তাসকিনের ৪ বলে ৯ রানের ছোট ইনিংসে দেড়শ ছাড়ায় দলের রান।


🔹 ওয়েস্ট ইন্ডিজ বোলিং ঝলক

ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন।
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে তিনি দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন।
এছাড়া পিয়েরে ও হোল্ডার নেন ২টি করে উইকেট, আর আকিল হোসেন ও রোস্টন চেস নেন ১টি করে উইকেট।


এই জয়ে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

কোন মন্তব্য নেই