চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে

 


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে


টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার

দেশে চুরি, নকল ও ক্লোন ফোন ব্যবহারের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার’ (NEIR) — যার মাধ্যমে অবৈধ বা ক্লোন আইএমইআই (IMEI) যুক্ত কোনো মোবাইল ফোন দেশের কোনো নেটওয়ার্কেই আর চালানো যাবে না।

বিটিআরসি জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশের নিরাপত্তা জোরদার করা এবং সরকারের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করা

২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার করে সংঘটিত হয়। এর ফলে প্রতিবছর সরকারের প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। এনইআইআর চালু হলে এই ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং মোবাইলভিত্তিক প্রতারণা, আর্থিক জালিয়াতি ও চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

এনইআইআর চালুর পর যা পরিবর্তন হবে:

  • অবৈধ, নকল বা রিফারবিশড ফোন শনাক্ত করা সম্ভব হবে।

  • চোরাই ফোন ব্লক করা যাবে অনলাইনে বা মোবাইল অ্যাপে।

  • দেশীয় ১৮টি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক দামে ফোন বিক্রি করতে পারবে।


✅ নতুন ফোন কেনার আগে যা করতে হবে:

ফোন কেনার আগে বৈধতা যাচাই করতে মেসেজে লিখুন—
KYD<space>IMEI নম্বর
তারপর পাঠিয়ে দিন ১৬০০২ নম্বরে।
ফিরতি বার্তায় জানানো হবে ফোনটি বৈধ নাকি অবৈধ।


🌍 বিদেশ থেকে আনা ফোন নিবন্ধনের নিয়ম:

  • ১৬ ডিসেম্বরের পর বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন ৩০ দিনের জন্য অস্থায়ীভাবে সচল থাকবে

  • এই সময়ের মধ্যে neir.btrc.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

  • প্রয়োজনীয় নথি: পাসপোর্ট, ইমিগ্রেশন সিল, ক্রয়রসিদ ও কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র।


🔎 নিজের ফোন নিবন্ধিত কি না জানতে:

*16161# ডায়াল করে IMEI নম্বর দিন। ফিরতি বার্তায় ফোনের অবস্থা জানা যাবে।


📱 ফোন বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে:

ফোন হস্তান্তরের আগে ডি-রেজিস্ট্রেশন করতে হবে।
এটি করা যাবে—

  • neir.btrc.gov.bd

  • মোবাইল অপারেটরের অ্যাপ

  • USSD কোড: *16161#
    ডি-রেজিস্ট্রেশনের সময় নিজের NID-এর শেষ ৪টি ডিজিট দিতে হবে।


🔒 চুরি বা হারানো ফোন লক করবেন যেভাবে:

চুরি হলে বা হারালে neir.btrc.gov.bd, মোবাইল অ্যাপ বা অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে ফোন তাৎক্ষণিকভাবে ব্লক বা আনলক করা যাবে।


🌐 ইন্টারনেট ছাড়াই সেবা:

যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা *121# বা *16161# ডায়াল করে এনইআইআর সেবা নিতে পারবেন।


🏭 হ্যান্ডসেট উৎপাদন ও বিক্রয় নির্দেশনা:

  • সব উৎপাদক ও আমদানিকারককে ফোনের IMEI নম্বর বাজারজাতের আগে বিটিআরসিতে জমা দিতে হবে।

  • অনুমোদনহীন বা নকল IMEI যুক্ত ফোন দেশের নেটওয়ার্কে চলবে না।

  • বিক্রেতাদের জন্য ফোন বিক্রির আগে IMEI যাচাই করা বাধ্যতামূলক।


বিটিআরসি জানিয়েছে, এনইআইআর সিস্টেম সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার জন্য ১০০ নম্বর হেল্পলাইন বা অপারেটরের ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

কোন মন্তব্য নেই