চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেল মালবাহী ট্রেনের ইঞ্জিন
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৫
চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনায় ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেছে মালবাহী ট্রেনের ইঞ্জিন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরের দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি মালবাহী ট্রেন যাত্রা শুরু করে। সাগরিকা রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রেনের ইঞ্জিনটি উল্টে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ওসি শহিদুল ইসলাম বলেন, “সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে আপাতত মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এই লাইন শুধু মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সময়সূচিতে কোনো প্রভাব পড়েনি।”
রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ শেষ হলেই লাইন সচল করা হবে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই