জাপানে ভাল্লুকের তাণ্ডব: সেনাবাহিনীর সহায়তা চাইলেন আকিতা গভর্নর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জাপানে ভাল্লুকের তাণ্ডব: সেনাবাহিনীর সহায়তা চাইলেন আকিতা গভর্নর
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, বিকেল ৪:৩০
জাপানে ক্রমবর্ধমান ভাল্লুক হামলার ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন উত্তরাঞ্চলীয় আকিতা প্রদেশের গভর্নর কেন্তা সুজুকি।
তিনি মঙ্গলবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় সরকারের প্রতি এ আহ্বান জানান। গভর্নর সুজুকি বলেন, “এটি একটি সত্যিকারের বিপর্যয়কর পরিস্থিতি। সেনাবাহিনীর সহায়তা ছাড়া নাগরিকদের জীবন রক্ষা করা সম্ভব নয়।”
পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত ভাল্লুকের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে—যা জাপানের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এ সংখ্যা ছিল ছয়জন।
বিশেষজ্ঞদের মতে, জনসংখ্যা হ্রাস, জলবায়ু পরিবর্তন ও খাদ্যের ঘাটতি ভাল্লুকদের শহরাঞ্চলে প্রবেশে বাধ্য করছে। গভর্নর জানান, ভাল্লুক এখন শুধুমাত্র পাহাড়েই নয়, বরং শহর ও আবাসিক এলাকাতেও দেখা যাচ্ছে, যা নাগরিকদের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
এদিকে নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, “নাগরিকদের নিরাপত্তা পুনরুদ্ধারে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে।” তিনি আরও জানান, সরকার শিকারি প্রশিক্ষণ, ভাল্লুকের সংখ্যা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে নতুন পদক্ষেপ নিচ্ছে।
কোন মন্তব্য নেই