আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, বিকেল ৪:৩০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এখন ফিরিয়ে আনার অবস্থা নেই। বিচার বিভাগকে রাজনীতিতে টানার সুযোগও দেওয়া উচিত নয়, কারণ অতীতে এর ক্ষতিকর দিক দেখা গেছে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “এটা ঐকমত্য কমিশনের বিষয়। গণভোটে গেলে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তার আগে তত্ত্বাবধায়ক সরকার আনার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।”
তিনি জানান, “সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা যেতে পারে।”
প্রতীক সংকট নিয়ে তিনি নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে বলেন, “শাপলা প্রতীক না দেওয়া নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা। ইসি যদি ব্যাখ্যা ছাড়া কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে বোঝা যাবে তারা স্বাধীনভাবে কাজ করছে না।”
এনসিপি নেতা জানান, তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। “আমরা চাই তরুণ, নারী, সংখ্যালঘু ও প্রবাসী প্রতিনিধিদের নিয়ে একটি গ্রহণযোগ্য প্রার্থী তালিকা দিতে,” বলেন তিনি।
এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা ও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কার্যক্রমের দ্রুত অগ্রগতি কামনা করেন।

কোন মন্তব্য নেই