গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মামলায় জরিমানা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মামলায় জরিমানা
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৩০
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ১১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে মুনশুরপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওজনে কম দেওয়ায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি মামলায় তিনজন চালককে ১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক মহিউদ্দিন ওয়ারেছী, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই