বেহুলা দরদী’ সিনেমায় নতুন রূপে স্নিগ্ধা হোসেন, আসছে ৩১ অক্টোবর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বেহুলা দরদী’ সিনেমায় নতুন রূপে স্নিগ্ধা হোসেন, আসছে ৩১ অক্টোবর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




 বেহুলা দরদী’ সিনেমায় নতুন রূপে স্নিগ্ধা হোসেন, আসছে ৩১ অক্টোবর



বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৮:০৫, ২৮ অক্টোবর ২০২৫

জনপ্রিয় নাট্য অভিনেত্রী স্নিগ্ধা হোসেন এবার বড় পর্দায় হাজির হচ্ছেন একদম নতুন রূপে। ‘বেহুলা দরদী’ নামের মৌলিক চলচ্চিত্রে তাকে দেখা যাবে এক ব্যতিক্রমী চরিত্রে। মঞ্চ ও টেলিভিশনে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থাকা এই অভিনেত্রী এবার সিনেমায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণে প্রস্তুত।

নাট্যনির্মাতা সবুজ খান পরিচালিত চলচ্চিত্রটি ৩১ অক্টোবর সারাদেশে মুক্তি পাচ্ছে।

স্নিগ্ধা হোসেন বলেন, “‘বেহুলা দরদী’ সিনেমায় আমি পতিতা চরিত্রে অভিনয় করেছি। এটি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ও ভিন্নধর্মী চরিত্র। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।”

চলচ্চিত্রটি বাংলাদেশের টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি ও বেহুলা নাচারি গীতিনাট্য অবলম্বনে নির্মিত।

লোকজ ঐতিহ্যভিত্তিক গল্পে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে স্নিগ্ধা বলেন, “অনেক দিন ধরে গ্রামীণ ঐতিহ্য নিয়ে মৌলিক চলচ্চিত্র তৈরি হচ্ছে না। সেই দিক থেকে ‘বেহুলা দরদী’ একটি অনন্য উদ্যোগ।”

অভিনয়ের ধরন সম্পর্কে স্নিগ্ধা আরও জানান, “নায়িকার চরিত্রেই কাজ করতে হবে—এমন চিন্তা আমার নেই। আমি বৈচিত্র্যের খোঁজে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে ভালোবাসি। মঞ্চের অভিজ্ঞতাই আমাকে চরিত্রের গভীরে যেতে শেখায়।”

‘দৃষ্টিপাত নাট্য সংসদ’-এর নিয়মিত সদস্য স্নিগ্ধা হোসেন মঞ্চে অভিনয় শুরু করেন উন্মুক্ত থিয়েটারের মাধ্যমে। প্রায় এক দশক ধরে তিনি টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে—বাবার ছেলে, দুঃস্বপ্নের রাত, মায়ের কষ্ট, রেশমি তুমি কার, বিয়ে বাড়িতে চোর, মানি মার্চেন্ট, ক্রাইম ফিকশন ইত্যাদি।

‘বেহুলা দরদী’ ছাড়াও তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্ট মাস্টার ৭১’-এ অভিনয় করেছেন।

জাহিদ ইসলাম প্রযোজিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন—ফজলুর রহমান বাবু, সূচনা সিকদার, প্রাণ রায়, আজিজুন মীম, আশরাফুল আশীষ, আলমগীর হোসেন, সেলজুক, সানজিদা মিলা, হাসিমুন, রেশমি, ইমরান হাসু, মনিষা সিকদার, নয়ন, আফফান মিতুল প্রমুখ।

কোন মন্তব্য নেই