রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবন থেকে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবন থেকে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



 রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবন থেকে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু



 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ১৭:৩২, ২৮ অক্টোবর ২০২৫

রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিড রাজবংশী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অর্কিড হাজারীবাগ ভাগলপুর লেন জেলেপাড়ার বাসিন্দা রানা রাজবংশীর একমাত্র ছেলে

শিশুটির ফুফু প্রিয়া রাজবংশী বলেন, “দুপুরে অর্কিড তার মায়ের দেওয়া কিছু মাছ নিয়ে আমার বাসায় আসে। কখন যে সে ছাদে উঠে যায়, তা খেয়াল করিনি। পরে শুনি, সে নিচে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই।”

অর্কিডের মা অন্তরা রাজবংশী জানান, তাদের বাসা ও ফুফুর বাসা পাশাপাশি। প্রতিদিনই ছেলে আসা–যাওয়া করত। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে অর্কিডকে মৃত ঘোষণা করেন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, অর্কিড ছিল সবার আদরের সন্তান। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই