বাংলাদেশে প্রতিদিন ৪০০ সাইবার হামলা, এক-চতুর্থাংশ চীন থেকে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশে প্রতিদিন ৪০০ সাইবার হামলা, এক-চতুর্থাংশ চীন থেকে
বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ৪০০-এর বেশি সাইবার হামলা হচ্ছে। এসব হামলার এক-চতুর্থাংশই হচ্ছে চীন থেকে, আর বাকি অংশ আসছে উত্তর কোরিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাইবার সিকিউরিটি ইন ফাইন্যান্সিয়াল সেক্টর অব বাংলাদেশ: সিকিউরিং দ্য ডিজিটাল ফিউচার’ শীর্ষক উপস্থাপনায় দেখা যায়— দেশের ব্যাংক খাতে হওয়া সাইবার হামলার প্রায় অর্ধেকই চীন, উত্তর কোরিয়া ও রাশিয়া থেকে পরিচালিত।
গবেষণায় দেখা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশের ব্যাংকগুলোতে প্রতিদিন ১৪৫ থেকে ৬৩০টি পর্যন্ত সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে চীন থেকে হয়েছে ২৪ শতাংশ, উত্তর কোরিয়া থেকে ১৩ শতাংশ, রাশিয়া থেকে ১২ শতাংশ, আর যুক্তরাষ্ট্র ও পাকিস্তান থেকে ৭ শতাংশ করে আক্রমণ।
বিশেষজ্ঞদের মতে, ব্যাংকগুলো প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সাইবার নিরাপত্তা খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাবই সবচেয়ে বড় ঝুঁকি। বর্তমানে ব্যাংকগুলোর আইটি উন্নয়নে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়, কিন্তু এর মাত্র ৫ শতাংশ বরাদ্দ থাকে সাইবার নিরাপত্তায়।
ফিনটেক উদ্যোক্তা ড. শাহাদাত খান বলেন, “বাংলাদেশের ব্যাংকিং খাত ডিজিটাল হলেও সাইবার সুরক্ষা এখনো দুর্বল। বড় ধরনের সাইবার হামলা প্রতিরোধে আমাদের প্রস্তুতি খুবই সীমিত।”
বিআইবিএমের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে এখন ৮ হাজারের বেশি আইটি কর্মী কাজ করছেন, কিন্তু তাদের দক্ষতার গড় মান মাত্র ৩ দশমিক ২ শতাংশ। ব্যাংক ও গ্রাহক— উভয় পক্ষেই সাইবার সচেতনতা খুবই নিম্ন পর্যায়ে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ডিজিটাল ব্যাংকিং সেবা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তায় পর্যাপ্ত বিনিয়োগ, প্রশিক্ষণ ও নীতিমালা অনুসরণ জরুরি হয়ে পড়েছে।
কোন মন্তব্য নেই