ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণ বিল পাস, ক্ষোভ ফিলিস্তিনসহ আরব বিশ্বে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণ বিল পাস, ক্ষোভ ফিলিস্তিনসহ আরব বিশ্বে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণ বিল পাস, ক্ষোভ ফিলিস্তিনসহ আরব বিশ্বে



ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’ অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। বিলটি পূর্ণাঙ্গভাবে আইন হিসেবে কার্যকর হলে পশ্চিম তীরকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) ১২০ সদস্যের নেসেটে বিলটি ২৫-২৪ ভোটে প্রাথমিকভাবে পাস হয়। তবে এটি কার্যকর হতে আরও তিন দফা ভোটে অনুমোদন পেতে হবে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সমান বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও, কয়েকজন জোটসঙ্গী ও বিরোধী এমপি এতে সমর্থন দেন। লিকুদ পার্টি এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ক্ষতি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, “সার্বভৌমত্বের দাবি কথায় নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়।”

উল্লেখ্য, এক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন— ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না।

নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে (পশ্চিম তীর) প্রয়োগ” করার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে। এখন এটি আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে।

অন্যদিকে, এই ভোটের পর ফিলিস্তিন, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা— এই তিন অঞ্চল একক ভৌগোলিক ইউনিট, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।”

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিল দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী চেহারা উন্মোচন করেছে। পশ্চিম তীর দখলের এই প্রচেষ্টা অবৈধ ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।” 

কোন মন্তব্য নেই