আজ সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে কতটা এগোবে বাংলাদেশ, হারলে কী হবে? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে কতটা এগোবে বাংলাদেশ, হারলে কী হবে?

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আজ সিরিজ জিতলে র‌্যাঙ্কিংয়ে কতটা এগোবে বাংলাদেশ, হারলে কী হবে?



ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

ওয়ানডে ক্রিকেটে একসময় ছিল বাংলাদেশের গর্বের জায়গা। অথচ এখন সেটিই পরিণত হয়েছে মাথাব্যথার কারণ। এ বছর এখন পর্যন্ত ১০টি ওয়ানডেতে মাত্র ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ দল। টানা চারটি ওয়ানডে সিরিজ হারার পর আজ আবারও এক নির্ধারণী লড়াই—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা।

এই ম্যাচে জয়-পরাজয় বাংলাদেশের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং এবং ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় বড় প্রভাব ফেলবে।

বর্তমানে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে বাংলাদেশ, আর নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। যদি বাংলাদেশ আজ জিতে সিরিজ জেতে, তাহলে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৬। তবু অবস্থান অপরিবর্তিত থাকবে—বাংলাদেশ দশে, ওয়েস্ট ইন্ডিজ নয়ে (৭৯ পয়েন্টে)।

অন্যদিকে, যদি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ও সিরিজ জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৮১ এবং বাংলাদেশের পয়েন্ট কমে দাঁড়াবে ৭৩। তাতেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন আসবে না, তবে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হয়ে পড়বে।

২০২৭ সালের মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের সেরা আট দলের মধ্যেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ মিলবে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হওয়ায় তারা বাদ দিলে দশ পর্যন্ত থাকা দলগুলো সুযোগ পেতে পারে। তাই প্রতিটি সিরিজই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

২০০৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে। তবে সুযোগ এখনো আছে—বিসিবির পরিকল্পনা অনুযায়ী ২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশ আরও ২০টি ওয়ানডে খেলবে। এসব ম্যাচে ভালো ফল করলেই সরাসরি বিশ্বকাপ খেলার পথ আবারও উন্মুক্ত হতে পারে।

বাংলাদেশের বাকি ওয়ানডে সূচি:

  • পাকিস্তান (হোম) – ৩ ম্যাচ

  • নিউজিল্যান্ড (হোম) – ৩ ম্যাচ

  • অস্ট্রেলিয়া (হোম) – ৩ ম্যাচ

  • জিম্বাবুয়ে (অ্যাওয়ে) – ৫ ম্যাচ

  • আয়ারল্যান্ড (অ্যাওয়ে) – ৩ ম্যাচ

  • ভারত (হোম) – ৩ ম্যাচ

এই দ্বিপাক্ষিক সিরিজগুলো আইসিসি এফটিপি সূচির অংশ এবং প্রতিটি ম্যাচই বাংলাদেশের ওয়ানডে র‌্যাঙ্কিং উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই