🎃 হ্যালোইনের রঙে রঙিন শুক্রবার — উৎসবের আমেজে মেতে উঠল সবাই - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

🎃 হ্যালোইনের রঙে রঙিন শুক্রবার — উৎসবের আমেজে মেতে উঠল সবাই

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাইমস এক্সপ্রেস | শুক্রবার, ৩১ অক্টোবর
আজ শুক্রবার, ৩১ অক্টোবর। বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ‘হ্যালোইন’। ভয় আর আনন্দের মিশেলে সাজসজ্জা, কস্টিউম পার্টি, আর ট্রিক অর ট্রিট—সব মিলিয়ে তরুণ-তরুণীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর রেস্টুরেন্ট, কফিশপ ও ক্লাবগুলোতে চলছে নানা ধরনের হ্যালোইন থিমড পার্টি। কেউ সাজছেন ডাইনী, কেউ বা ভ্যাম্পায়ার। সামাজিক মাধ্যমে হ্যালোইন সেলফি ও ভিডিওতে ভরপুর ফিড।

শুধু বিনোদন নয়, অনেকেই এই দিনে করছেন চ্যারিটি ইভেন্ট ও ফুড ড্রাইভ। শিশুদের জন্য আয়োজিত হচ্ছে নিরাপদ ট্রিক অর ট্রিট প্রোগ্রাম।

হ্যালোইনের উৎপত্তি প্রাচীন কেল্টিক উৎসব ‘স্যামহেইন’ থেকে, যেখানে মৃত আত্মাদের স্মরণ করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে এটি আনন্দ ও কল্পনার উৎসবে পরিণত হয়েছে।

আজকের রাত তাই শুধুই ভয় নয়—আনন্দ, সৃজনশীলতা আর বন্ধুত্বের রঙে ভরপুর এক মজার রাত।

কোন মন্তব্য নেই