সুন্দরবনে শুরু শুটকি মৌসুম: দুবলার চরে নামছেন ১০ হাজার জেলে, প্রস্তুত ৯০০ ঘর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুন্দরবনে শুরু শুটকি মৌসুম: দুবলার চরে নামছেন ১০ হাজার জেলে, প্রস্তুত ৯০০ ঘর

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



সুন্দরবনে শুরু শুটকি মৌসুম: দুবলার চরে নামছেন ১০ হাজার জেলে, প্রস্তুত ৯০০ ঘর



আবু হোসাইন সুমন, মোংলা প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
বঙ্গোপসাগরের পাড়ে, সুন্দরবনের কোলে দুবলার চর এখন কর্মচাঞ্চল্যে মুখর। ঘাটে ঘাটে সারি সারি ট্রলার, রোদে ঝলমল জাল আর হাজারো জেলের ব্যস্ততা—সবাই প্রস্তুত নতুন শুটকি মৌসুমের জন্য।

শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে চার মাসব্যাপী শুটকি মৌসুম, যা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোরের আলো ফোটার আগেই উপকূলের প্রায় ১০ হাজার জেলে পাড়ি জমাবেন বঙ্গোপসাগরের ঢেউ পেরিয়ে মাছ ধরার অভিযানে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, “দুবলার চরে শুটকি মৌসুমের জন্য জেলেদের থাকার ৯০০ ঘর, দোকানের জন্য ৮০টি অনুমোদন এবং মাছ বিক্রির জন্য ১০০টি ডিপো অনুমোদন দেওয়া হয়েছে। আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়ীয়া ও শেলার চরে জেলেরা অবস্থান করবেন।”

তিনি আরও বলেন, “বনের কোনো গাছ কাটা বা ক্ষতি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।”

খুলনার পাইকগাছার জেলে মহাজন রফিকুল ইসলাম বলেন, “বনের গাছ কাটা নিষেধ, তাই ঘর-বসতির সব উপকরণ সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা বনের ক্ষতি করব না।”

সাতক্ষীরার আশাশুনির জেলে মোস্তফা সানা জানান, “একটা ট্রলার নিয়ে দুবলার চরে যেতে ২০–২৫ লাখ টাকা লাগে। ধার-কর্জ করে জাল, নৌকা, ঘরের মালামাল জোগাড় করেছি। আবহাওয়া ভালো থাকলে লাভ হবে, না হলে বড় লোকসান।”

বাগেরহাটের রামপালের জেলে কালাম শেখ বলেন, “গত বছর জলদস্যুরা আমার জেলেদের জিম্মি করে পৌনে তিন লাখ টাকা মুক্তিপণ নেয়। এবার প্রশাসনের কঠোর নজরদারি চাই।”

মোংলার আরেক জেলে লতিফ হাওলাদার জানান, “আমরা যখন চরে থাকি, তখনই ঝড়-জলোচ্ছ্বাসের সময়। ঝড়ে ট্রলার ডুবে যায়, মাছ পচে যায়—তবু জীবন বাজি রেখে সাগরে যাই।”

বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আরও জানান, “গত মৌসুমে শুটকি থেকে বনবিভাগের রাজস্ব আয় হয়েছিল ৬ কোটি টাকা। এবছর আবহাওয়া অনুকূলে থাকলে রাজস্ব ৭–৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। জেলেদের নিরাপত্তায় বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরাও মোতায়েন থাকবেন।”

চার মাসের এই শুটকি মৌসুম শেষে ঘরে ফিরবে জেলেরা—কেউ সাফল্যের আনন্দে, কেউ ক্ষতির কষ্টে। কিন্তু সাগরপাড়ের এই জীবনের লড়াই যেন থেমে নেই কোনোদিনই।

কোন মন্তব্য নেই