ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি সঞ্চার করছে, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা জারি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি সঞ্চার করছে, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা জারি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি সঞ্চার করছে, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা জারি


 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ১০:২৭ | আপডেট: সকাল ১০:২৮

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে **ঘূর্ণিঝড় ‘মন্থা’**তে রূপ নিয়েছে। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা—কে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রে থাকা মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রবিবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ১,২৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। যদিও বর্তমানে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপকূলে পড়েনি, তবুও উপকূলজুড়ে গুমোট ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে।

পটুয়াখালীর চৌরাস্তা এলাকার রিকশাচালক সোবহান সিকদার বলেন, “প্রচণ্ড রোদে একটুও বাতাস নেই। গরমে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “উপকূলীয় এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।”

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মন্থা’ আরও শক্তি সঞ্চার করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর গতিপথ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

কোন মন্তব্য নেই