ভারতে আটক ৩১ বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে হস্তান্তর করল বিএসএফ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতে আটক ৩১ বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে হস্তান্তর করল বিএসএফ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ভারতে আটক ৩১ বাংলাদেশি নাগরিককে বিজিবির হাতে হস্তান্তর করল বিএসএফ


 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ১১:৩৯ | আপডেট: সকাল ১১:৪৪

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-এর কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

রবিবার (২৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-চুয়াডাঙ্গা দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং শেষে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবির ৬ নম্বর ব্যাটালিয়ন ও বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের মধ্যে আয়োজিত এই বৈঠকে ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ২ জন হিজড়া ও ৩ জন শিশুসহ মোট ৩১ জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।

হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. আবুল হাসান, আর বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর শিব শংকর সিং

বিএসএফ কর্তৃক ফেরত দেওয়া ব্যক্তিদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়—ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, “হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে।”

ফেরত আসা ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা মুম্বাইসহ বিভিন্ন শহরে কাজ করতেন। সম্প্রতি ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযানে পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায়।

কোন মন্তব্য নেই