ফেনীতে গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আলা উদ্দিন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে কারাগারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেনীতে গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আলা উদ্দিন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে কারাগারে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফেনীতে গরু চুরি মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আলা উদ্দিন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে কারাগারে


ফেনী প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
২৩ অক্টোবর ২০২৫, বুধবার

ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিন (৪৭)–কে গরু চুরির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, “গরু চুরির মামলায় আলা উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দাগনভূঞা ও কোম্পানীগঞ্জ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।”

গ্রেপ্তার আলা উদ্দিন পৌর এলাকার উত্তর শ্রীধরপুর গ্রামের মজিবুল হকের ছেলে।

সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুইটি বাড়ি থেকে ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করলে তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে আলা উদ্দিনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।

তবে তার স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করেন, “আমার স্বামীকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আওয়ামী লীগের সময় তিনি ভিন্ন মতের রাজনীতি করার কারণে কয়েকটি মামলার আসামি হয়েছিলেন। বর্তমানে ওই মামলাগুলোর সবগুলোতেই তিনি জামিনে আছেন।”

দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, “যদি ঘটনাটি সত্য হয়ে থাকে, তাহলে তা দলের জন্য বিব্রতকর। কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের জানানো হবে।”

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন মন্তব্য নেই