চুম্বন দৃশ্যের আগে টুপাকের এইডস পরীক্ষা চেয়েছিলেন জ্যানেট জ্যাকসন: বইয়ে নতুন দাবি
চুম্বন দৃশ্যের আগে টুপাকের এইডস পরীক্ষা চেয়েছিলেন জ্যানেট জ্যাকসন: বইয়ে নতুন দাবি
বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
২৩ অক্টোবর ২০২৫, বুধবার
বিশ্ববিখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জ্যানেট জ্যাকসন চুম্বন দৃশ্যের আগে সহ-অভিনেতা টুপাক শাকুরের এইডস পরীক্ষা করাতে চেয়েছিলেন—এমনই চাঞ্চল্যকর দাবি উঠেছে নতুন এক বইয়ে।
‘অনলি গড ক্যান জাজ মি: দ্য ম্যানি লাইভস অব টুপাক শাকুর’ শিরোনামের বইটির লেখক জেফ পার্লম্যান। বইটির একটি অংশ প্রকাশ করেছে দ্য হলিউড রিপোর্টার। সেখানে বলা হয়েছে, ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোয়েটিক জাস্টিস’ সিনেমার শুটিং চলাকালে জ্যানেট এই দাবি তুলেছিলেন।
বইটিতে উল্লেখ করা হয়েছে—চলচ্চিত্রের একজন প্রযোজকের মতে, ‘দ্যাটস দ্য ওয়ে লাভ গোস’-খ্যাত গায়িকা জ্যানেট জ্যাকসন প্রযোজক স্টিভ নিকোলাইডেসকে বলেছিলেন,
“তুমি তো জানো, টুপাক ‘ঘুরে বেড়ানো ছেলে’ হিসেবে পরিচিত। আমি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওর সঙ্গে থুতু বিনিময় করতে চাই না।”
এ বিষয়ে পরিচালক জন সিঙ্গলটনকে জানালেও তেমন কোনো সাড়া পাননি জ্যানেট। পরে নিকোলাইডেস বিষয়টি টুপাককে জানালে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ওর জন্য আমি কিছুই করব না!”
তবে প্রযোজক নিকোলাইডেস পরে মন্তব্য করেন,
“আমার মনে হয়, টুপাক বিষয়টি রসিকতার চোখে দেখেছিলেন। আর সত্যি বলতে, আমি জ্যানেটকে দোষ দিই না। তখন নব্বইয়ের দশকের শুরু, মানুষ তখন এইডসে মারা যাচ্ছিল। এমন প্রেক্ষাপটে তার সতর্কতা স্বাভাবিক।”
১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত পোয়েটিক জাস্টিস সিনেমায় জ্যানেট জ্যাকসন ও টুপাকের রসায়ন ব্যাপক প্রশংসা কুড়ালেও, পর্দার আড়ালের এই ঘটনার কারণে তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল বেশ ঠান্ডা ও টানাপোড়েনপূর্ণ।
সিনেমা মুক্তির তিন বছর পর, মাত্র ২৫ বছর বয়সে টুপাক শাকুর নিহত হন, যা এখনো ভক্তদের কাছে এক রহস্যময় ঘটনা হিসেবে রয়ে গেছে।

কোন মন্তব্য নেই