থাইল্যান্ডে ইন্টার্নশিপ শেষে দেশে ফিরেই মৃত্যুবরণ বাকৃবি শিক্ষার্থীর

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
থাইল্যান্ডে ইন্টার্নশিপ শেষে দেশে ফিরেই মৃত্যুবরণ বাকৃবি শিক্ষার্থীর
বাকৃবি প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
২৩ অক্টোবর ২০২৫, বুধবার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ (২২) মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঈদ স্ট্রোকে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ চলাকালে সাঈদ, আপন ও রাব্বি নামে তিন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সাঈদ চালাচ্ছিলেন। তিনি গুরুতর আহত না হলেও দেশে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন।
অধ্যাপক রহুল আমিন বলেন,
“সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিল, তবে তা গুরুতর ছিল না। তার সব শারীরিক পরীক্ষার ফল স্বাভাবিক ছিল। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ তার মৃত্যুর খবর পাই। ধারণা করছি, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে।”
পারিবারিক সূত্রে জানা গেছে, সাঈদের জানাজা বৃহস্পতিবার আসরের নামাজের পর ময়মনসিংহ সদরের দীঘারকান্দা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তরুণ এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে বাকৃবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
কোন মন্তব্য নেই