পশ্চিমবঙ্গে কালীমূর্তি ভাঙাকে ঘিরে তীব্র উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পশ্চিমবঙ্গে কালীমূর্তি ভাঙাকে ঘিরে তীব্র উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পশ্চিমবঙ্গে কালীমূর্তি ভাঙাকে ঘিরে তীব্র উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে আহত কয়েকজন



কলকাতা ব্যুরো | টাইমস এক্সপ্রেস ২৪
২৩ অক্টোবর ২০২৫, বুধবার

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে স্থানীয় এক কালীমন্দিরে অজ্ঞাত দুষ্কৃতীরা হামলা চালিয়ে দেবী কালীমূর্তি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। স্থানীয়রা পথ অবরোধ ও বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

পুলিশের বক্তব্য

দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে,

“বুধবার সকালে একটি মূর্তি ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হলেও স্থানীয়দের বিক্ষোভের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সড়ক অবরোধ করে রাখায় আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম বলপ্রয়োগ করতে হয়। পরবর্তীতে মূর্তির বিসর্জনের ব্যবস্থা করা হয়। অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।”

বিরোধীদের অভিযোগ

বিরোধী দলগুলোর অভিযোগ, উত্তেজনা দমন করতে গিয়ে পুলিশ জোরপূর্বক মূর্তির বিসর্জন দিয়েছে এবং ভাঙা কালীমূর্তিকে প্রিজন ভ্যানে করে নিয়ে গেছে, যা হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে ঘটনার ভিডিও শেয়ার করে বলেন,

“বাংলায় ধারাবাহিকভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।”

অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে,

“বিরোধীরা পরিকল্পিতভাবে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।”

পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা

ঘটনার পর গোটা কাকদ্বীপ এলাকা থমথমে হয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই