পটুয়াখালীতে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস লিকেজে অসুস্থ ২০ | হাসপাতালে ভর্তি ৫ জেলে
পটুয়াখালীতে বরফ কলের অ্যামোনিয়া গ্যাস লিকেজে অসুস্থ ২০ | হাসপাতালে ভর্তি ৫ জেলে
পটুয়াখালী প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে একটি বরফ কলের পাইপ লিকেজ থেকে ছড়িয়ে পড়া অ্যামোনিয়া গ্যাসে অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার গাজী আইস প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন।
অসুস্থদের মধ্যে ভর্তি রয়েছেন— সুজাউদ্দিন (৫০), মো. ফিরোজ (৪০), দুলাল (৩০), ইসমাইল (৫০) ও আপন (২৫)। তারা সবাই পেশায় জেলে এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ঘটনাটি যেভাবে ঘটে
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ হঠাৎ লিকেজ হয়ে যায়। মুহূর্তেই অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে আশপাশে। এতে এলাকায় তীব্র দুর্গন্ধ ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।
স্থানীয়রা অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটার তুলাতলীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর পাঁচজনকে কলাপাড়া উপজেলা হাসপাতালে স্থানান্তর করেন।
অসুস্থ জেলে সুজাউদ্দিন বলেন,
“আমরা বরফ কলেই ঘুমাচ্ছিলাম। হঠাৎ গ্যাসের গন্ধে শ্বাস নিতে পারছিলাম না। পরে সবাই অসুস্থ হয়ে পড়ি। রাত হওয়ায় অনেকেই বিপদে পড়তে পারত।”
বরফ কল মালিকের দাবি
গাজী আইস প্ল্যান্টের মালিক মজনু গাজী বলেন,
“এটা বড় কোনো দুর্ঘটনা নয়। বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হয়েছিল, যা ৫ থেকে ৭ মিনিটের মধ্যে ঠিক করা হয়েছে।”
তবে ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল হোসেন বলেন,
“অ্যামোনিয়া গ্যাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি ছড়িয়ে পড়লে প্রাণঘাতী হতে পারে। আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অসুস্থদের উদ্ধার করেছি। এর আগেও এ এলাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।”
চিকিৎসকদের বক্তব্য
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন,
“রাতে পাঁচজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা সবাই শ্বাসকষ্টে ভুগছিলেন। বর্তমানে তাদের অবস্থা শঙ্কামুক্ত।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ ও বরফ কলের নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই