স্তন ক্যান্সার সচেতনতায় ওয়ালটনের সেমিনার | নারীদের স্বাস্থ্য সচেতনতায় অনন্য উদ্যোগ
স্তন ক্যান্সার সচেতনতায় ওয়ালটনের সেমিনার | নারীদের স্বাস্থ্য সচেতনতায় অনন্য উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
২৩ অক্টোবর ২০২৫, বুধবার
‘Every Story is Unique, Every Journey Matters’ — এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের নারী কর্মীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার ওয়ালটনের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগ ও মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
চলমান স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ওয়ালটন ও বেসরকারি এভারকেয়ার হাসপাতাল যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে ওয়ালটনে কর্মরত প্রায় দেড় শতাধিক নারী অংশগ্রহণ করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ইয়াজদান রেজা চৌধুরী, অ্যাডমিন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান কুদরত মোল্লা, এভারকেয়ার হাসপাতালের সিএফও মো. মাইনুর রহমান, জেনারেল ম্যানেজার (হেড অব করপোরেট মার্কেটিং) এ এম আবুল কাশেম রনি, চিফ নার্সিং অফিসার ডা. সামিনা প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের অনকোলোজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ।
তিনি সেমিনারে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা পদ্ধতি, সার্জারির পর করণীয়সহ বিস্তারিত তথ্য তুলে ধরেন। এছাড়া, উপস্থিত নারী কর্মীদের প্রশ্নের উত্তর দেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও আত্মসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
ওয়ালটনের মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ইয়াজদান রেজা চৌধুরী বলেন,
“কর্মীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে ওয়ালটন নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক আয়োজন করে আসছে। এই উদ্যোগের মাধ্যমে নারীরা স্তন ক্যান্সার সম্পর্কে আরও সচেতন হবেন।”
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে উদযাপন করা হয়, যার মূল উদ্দেশ্য নারীদের মধ্যে ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।

কোন মন্তব্য নেই