রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে: ল্যাভরভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে: ল্যাভরভ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের হাতে: ল্যাভরভ



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক সম্পূর্ণভাবে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে

রবিবার (২৬ অক্টোবর) হাঙ্গেরির ইউটিউব চ্যানেল ‘উলট্রাহাং’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ এ কথা বলেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। প্রেসিডেন্ট পুতিনও এতে সম্মতি দিয়ে প্রস্তুতিমূলক কাজ শুরুর নির্দেশ দেন।

ল্যাভরভ বলেন, “মস্কো এখনো আলোচনার জন্য উন্মুক্ত। তবে এই উদ্যোগের অগ্রগতি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে। আমন্ত্রণ আমরা পেয়েছিলাম, প্রস্তুতিও নিয়েছি—কিন্তু পরে সেটি বাতিল বা স্থগিত করা হয়। এখন সিদ্ধান্ত ওয়াশিংটনের।”

তিনি আরও বলেন, “আমরা ভদ্রভাবে অপেক্ষা করছি। যুক্তরাষ্ট্র যখন উপযুক্ত মনে করবে, আমরা আলোচনায় বসতে প্রস্তুত।”

রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি সম্প্রতি মার্কিন সিনেটর মার্কো রুবিওর সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন। পুরো উদ্যোগটি যুক্তরাষ্ট্রের দিক থেকেই এসেছে বলে তিনি উল্লেখ করেন।

ইউক্রেন সংকটের প্রসঙ্গ টেনে ল্যাভরভ বলেন, “ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ফরম্যাটে আলোচনা চলছে। প্রেসিডেন্ট পুতিন এ বিষয়ে ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোসহ কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে মতবিনিময় করেছেন।”

তিনি আরও বলেন, “রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে বাফার জোন প্রয়োজন, কারণ ইউক্রেনীয় বাহিনী ব্রিয়ানস্ক, বেলগোরদ ও কুরস্ক অঞ্চলে নিয়মিত গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালাচ্ছে।”

কোন মন্তব্য নেই