প্রধান উপদেষ্টার হাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
প্রধান উপদেষ্টার হাতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
টাইমস এক্সপ্রেস ২৪
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সংবলিত সুপারিশপত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “আজ দুপুর ২টায় ঢাকার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরবেন।”
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন পর্যন্ত সব ধরনের ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “এগুলো জাতির মহামূল্যবান সম্পদ। কোন প্রেক্ষাপটে কী প্রক্রিয়ায় আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, তা সংরক্ষণ করা জরুরি। এসব দলিল প্রজন্মের পর প্রজন্মের জন্য ইতিহাসের চিরস্থায়ী নথি হয়ে থাকবে।”
সভায় কমিশন সদস্যরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নেও সরকারের উদ্যোগ কামনা করেন।
সূত্র জানায়, সনদের মোট ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলেও সনদের আইনি কাঠামো ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু জটিলতা রয়ে গেছে। গণভোটের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে বেশিরভাগ দল একমত হলেও সময় ও প্রক্রিয়া নিয়ে অভিন্ন মত পাওয়া যায়নি।
এ প্রক্রিয়ায় অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। বাকি ৫টি দল এখনও স্বাক্ষর করেনি। এর মধ্যে ছাত্র–তরুণদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আইনি ভিত্তি পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা স্বাক্ষর করবে না।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে প্রণয়ন করা হয় ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’।

কোন মন্তব্য নেই