বরিশালে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বরিশালে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



বরিশালে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

 টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৩০

বরিশাল–ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজার কাছে চলন্ত বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের ৩০ জন যাত্রী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা পৌনে বারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া ব-১১-০০০৪ নম্বরের বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন লাগার পর মুহূর্তেই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা পৌনে একটার দিকে যান চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান

বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনা গামী বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। উজিরপুরে পৌঁছালে যাত্রীরা পেছন থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করেন। তিনি দ্রুত বাসটি থামালে সবাই নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

যাত্রী রফিকুল ইসলাম জানান, এক যাত্রী ধূমপান করছিলেন—ধারণা করা হচ্ছে, সেই সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

কোন মন্তব্য নেই