রেকর্ড ৩০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন, বড় পরিবর্তনের পথে ই–কমার্স জায়ান্ট
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রেকর্ড ৩০ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন, বড় পরিবর্তনের পথে ই–কমার্স জায়ান্ট
আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:৪৫
ই–কমার্স জায়ান্ট অ্যামাজন আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। কোম্পানিটি এবার বিশ্বব্যাপী প্রায় ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করতে যাচ্ছে—যা তাদের ইতিহাসে অন্যতম বৃহৎ কর্মী সংকোচন।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। করোনা মহামারির সময় অতিরিক্ত নিয়োগের ফলে খরচ বেড়ে যাওয়ায় ব্যয় সংকোচন ও আর্থিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে অ্যামাজনে কর্মরত আছেন প্রায় ১৫ লাখ ৫০ হাজার মানুষ। এর মধ্যে কর্পোরেট পর্যায়ের কর্মী প্রায় ৩ লাখ ৫০ হাজার। এবার তাদের প্রায় ১০ শতাংশ অর্থাৎ ৩০ হাজার জনকে ছাঁটাই করা হবে।
সূত্র জানায়, এবার ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি (PXT) মানবসম্পদ বিভাগ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিসেস, এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS)–এর কর্মীরা। সংশ্লিষ্ট ম্যানেজারদের ইতোমধ্যেই ই-মেইল নোটিশ পাঠানো হয়েছে।
অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি সম্প্রতি জানিয়েছেন, কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। এর ফলে অনেক রুটিন ও পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় হয়ে পড়ছে, যার কারণে ভবিষ্যতেও কিছু পদে কর্মী সংখ্যা কমতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে অ্যামাজন প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেই তুলনায় এবারকার ছাঁটাই আরও বড় ও রেকর্ড পরিমাণে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম।

কোন মন্তব্য নেই