ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ধানমন্ডিতে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

 টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, দুপুর ১:৫৫

রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর রোডের ল্যাবএইড হাসপাতালের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও আইডিয়াল কলেজের এক ছাত্রকে মারধর করে। এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দু’পক্ষের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে একত্রিত হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে

ঘটনার পর ধানমন্ডি এলাকার মিরপুর রোড, সায়েন্সল্যাব মোড়, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কোন মন্তব্য নেই