বাঁশখালীতে জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল গৃহবধূর
বাঁশখালীতে জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেল গৃহবধূর
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সলার বাপের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান রিপু। বৃহস্পতিবার সকালে জায়গা-জমি নিয়ে চাচা ফরিদ আহমদের পরিবারের সঙ্গে তার পরিবারের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় চাচাতো ভাইয়েরা রিপুর মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর উত্তেজিত হয়ে নিহতের বড় বোনের ছেলে দুই মামাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন,
“সকাল সাড়ে ১০টার দিকে রিপু আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. সাইফুল ইসলাম) বলেন,
“জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে রিপু আক্তার নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”

কোন মন্তব্য নেই