হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আল আমিন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আল আমিন সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন আল আমিন সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী ঐতিহাসিক “তাফসীরুল কুরআন মাহফিল” উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংস্থার কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী। লিখিত বক্তব্য পাঠ করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আহসান উল্লাহ।
তিনি বলেন,
“জাতি আজ নৈতিক অবক্ষয় ও আত্মিক শূন্যতায় ভুগছে। এই অন্ধকার দূর করার একমাত্র পথ হলো আল্লাহর বাণীকে জীবনে ধারণ করা ও সমাজে কুরআনের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।”
আহসান উল্লাহ আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের লেখনির মাধ্যমেই সমাজে সত্য ও ন্যায়ের বার্তা ছড়িয়ে পড়ে। তাই তিনি মাহফিলের বার্তা জনে জনে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী নাছির উদ্দিন, মাওলানা হাফেজ উসমান, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ওজাইর হামিদী, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী এবং মুফতী রাশেদুল্লাহ প্রমুখ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরী।
কোন মন্তব্য নেই