বাংলাদেশ দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসছে, ব্যাটিং কোচ হিসেবে আলোচনায় আশরাফুল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসছে, ব্যাটিং কোচ হিসেবে আলোচনায় আশরাফুল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে পরিবর্তন আসছে, ব্যাটিং কোচ হিসেবে আলোচনায় আশরাফুল


ক্রীড়া ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
ঢাকা, ২৩ অক্টোবর ২০২৫:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার দলে যুক্ত হতে পারেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

বুধবার (২২ অক্টোবর) গণমাধ্যমকে আশরাফুল নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন,

“হ্যাঁ, বোর্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো আলোচনা পর্যায়ে আছে। ব্যাটিং কোচ নাকি অন্য কোনো দায়িত্ব—এটা এখনো নিশ্চিত নয়।”

বর্তমানে বিপিএলের রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন আশরাফুল। সেখানে কোচিংয়ে সফলতার পাশাপাশি কাজ করেছেন বিশ্বখ্যাত কোচ মিকি আর্থারের সঙ্গেও। বিসিবি সূত্রে জানা গেছে, আশরাফুলের অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করার পথে অনুপ্রাণিত করেছে বোর্ডকে।

এর আগে গত বছরের শেষ দিকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দেন ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বর্তমানে ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছেন। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের কারণে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে হারের পর সমালোচনা বেড়ে যায়। বোর্ড সূত্রে জানা গেছে, বিসিবির পরবর্তী সভায় কোচিং প্যানেলে পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করা হবে, এবং আশরাফুলকেই নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

উল্লেখ্য, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে বোর্ড চাইলে কোচিং কাঠামোতে নতুন সংযোজন আনতে পারে যেকোনো সময়।

কোন মন্তব্য নেই