স্ত্রীর নাম ‘মোটু’ নামে সেভ করায় বিবাহবিচ্ছেদ! তুরস্কে অদ্ভুত রায়ের ঝড়
স্ত্রীর নাম ‘মোটু’ নামে সেভ করায় বিবাহবিচ্ছেদ! তুরস্কে অদ্ভুত রায়ের ঝড়
তুরস্কে এক দম্পতির বিবাহবিচ্ছেদ এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, স্বামী তার স্ত্রীর ফোন নম্বর ‘Chubby’ (বাংলায় অর্থ ‘মোটু’ বা ‘গুলুমুলু’) নামে সেভ করেছিলেন। আর এই নামেই ঘটেছে বিবাহের অবসান!
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, স্বামীর ফোনে নিজের নাম ‘চাবি’ দেখে ক্ষুব্ধ হন স্ত্রী। বিষয়টিকে তিনি অপমানজনক ও অসম্মানজনক মনে করে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। আদালতও তার পক্ষেই রায় দেন।
আদালতের মতে, স্বামীর এ আচরণ ‘‘মানসিক নির্যাতন’’ এবং ‘‘বিবাহের জন্য ক্ষতিকর’’ হিসেবে বিবেচিত।
শুনানিতে ওই নারী জানান, তার স্বামী নিয়মিত হুমকিমূলক বার্তা পাঠাতেন। এক বার্তায় লিখেছিলেন, ‘‘সরে যাও, তোমাকে আর দেখতে চাই না।’’ আরেকটিতে বলেছিলেন, ‘‘তোমার মুখ আমাকে দেখিও না, শয়তানকে দেখাও।’’
তবে স্বামী দাবি করেন, স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন। তদন্তে দেখা যায়, যাকে তিনি সন্দেহ করছিলেন, তিনি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন—এবং কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি।
আদালত রায়ে বলেন, ‘‘স্বামীর অপমানজনক ভাষা ও মানসিক চাপই বিবাহ ভাঙার মূল কারণ।’’ ফলে আদালত বিবাহবিচ্ছেদের নির্দেশ দেন এবং স্বামীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ দিতে আদেশ দেন।
তুরস্কে এমন রায়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, ‘‘ভালোবাসায় আদর মিশলেও সম্মান যেন কখনো হারিয়ে না যায়।’’

কোন মন্তব্য নেই