ফিলিস্তিনপন্থী মিছিলে গ্রেপ্তার, সিঙ্গাপুর আদালতে বেকসুর খালাস পেলেন ভাইরাল তিন তরুণী
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ফিলিস্তিনপন্থী মিছিলে গ্রেপ্তার, সিঙ্গাপুর আদালতে বেকসুর খালাস পেলেন ভাইরাল তিন তরুণী
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সিঙ্গাপুরে প্রেসিডেন্টের কার্যালয় পর্যন্ত পদযাত্রা আয়োজন করেছিলেন তিন তরুণী। তবে পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করায় তাঁদের বিরুদ্ধে মামলা হয় এবং গ্রেপ্তার করা হয়। অবশেষে মঙ্গলবার (২১ অক্টোবর) সিঙ্গাপুরের আদালত তিনজনকেই বেকসুর খালাস দিয়েছেন।
বিচারক রায়ে বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ডে বেআইনি সমাবেশের পূর্ণ উপাদান পাওয়া যায়নি। তাঁরা ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করতে চাননি এবং পদযাত্রার সময় কোনো নিষেধাজ্ঞা বা সতর্কতামূলক চিহ্নও ছিল না।
খালাস পাওয়া তিন তরুণী হলেন—সামাজিক সংগঠক মোসাম্মদ সাবিকুন নাহার, কনটেন্ট ক্রিয়েটর সিতি আমিরাহ মোহাম্মদ আসরোরি এবং অধিকারকর্মী কোকিলা আন্নামালাই।
গত ফেব্রুয়ারিতে তাঁরা ইস্তানার (প্রেসিডেন্টের কার্যালয়) সামনে প্রায় ৭০ জনের একটি ছোট পদযাত্রা আয়োজন করেছিলেন। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকার প্রতীকী রঙে তরমুজের নকশা করা ছাতা বহন করেন—যা পরবর্তীতে অনলাইনে ভাইরাল হয়।
বিচারক রায়ে আরও উল্লেখ করেন,
“প্রমাণ থেকে স্পষ্ট, তিন তরুণী আইন ভাঙার ইচ্ছা করেননি। বরং তাঁরা নিয়ম মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।”
যদি তাঁরা দোষী সাব্যস্ত হতেন, তাহলে প্রত্যেকের ১০ হাজার সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড হতে পারত।
রায় ঘোষণার পর অধিকারকর্মী কোকিলা আন্নামালাই বিবিসিকে বলেন,
“এই রায় আমাদের জন্য এক অনুপ্রেরণা। আমরা শাস্তির জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু খালাস পাওয়া আমাদের আশা ফিরিয়ে দিয়েছে।”
এই মামলাটি সিঙ্গাপুরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আদালতে শুনানির সময় তিন তরুণী ফিলিস্তিনি পতাকার রঙে পোশাক ও কেফিয়াহ স্কার্ফ পরে উপস্থিত হলে তাঁদের ছবি মুহূর্তেই ভাইরাল হয়।
উল্লেখ্য, সিঙ্গাপুরে জনসমাবেশের ওপর কঠোর আইন রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল–গাজা যুদ্ধ সম্পর্কিত সব ধরনের সমাবেশ ও বিক্ষোভ জনশৃঙ্খলার ঝুঁকি তৈরি করতে পারে বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে সমালোচকেরা বলছেন, সরকারের এই অবস্থান বাক্স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপের কৌশল মাত্র।
এদিকে, সিঙ্গাপুরের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, তারা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
কোন মন্তব্য নেই