ইইউ’র রুশ সম্পদ ব্যবহারে জটিলতা, ইউক্রেন তহবিল গঠনের উদ্যোগ স্থগিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইইউ’র রুশ সম্পদ ব্যবহারে জটিলতা, ইউক্রেন তহবিল গঠনের উদ্যোগ স্থগিত

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ইইউ’র রুশ সম্পদ ব্যবহারে জটিলতা, ইউক্রেন তহবিল গঠনের উদ্যোগ স্থগিত

অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

ইউক্রেনের জন্য নতুন ঋণ তহবিল গঠনের লক্ষ্যে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা আলোচনায় বসলেও শেষ পর্যন্ত রাজনৈতিক ও আইনি জটিলতায় সিদ্ধান্ত স্থগিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ‘ক্ষতিপূরণ ঋণ’ বিষয়টি গুরুত্ব পেলেও বেলজিয়ামের আপত্তির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত প্রায় ২০০ বিলিয়ন ইউরোর সম্পদ ইউক্রেনের পুনর্গঠন ও বাজেট সহায়তায় ব্যবহার করতে চেয়েছিলেন। এসব সম্পদের বড় অংশই বেলজিয়ামে অবস্থিত আন্তর্জাতিক আমানত সংস্থা ইউরোক্লিয়ার–এ রাখা আছে।

ইউরোপীয় কমিশন একটি পরিকল্পনা প্রস্তাব করে যেখানে ইউরোক্লিয়ার গ্রুপের তহবিল থেকে ধার নিয়ে তা ইউক্রেনকে ঋণ আকারে দেওয়ার কথা বলা হয়। ইউক্রেন কেবল তখনই সেই ঋণ পরিশোধ করবে যখন রাশিয়া ক্ষতিপূরণ দিতে রাজি হবে।

তবে বেলজিয়াম আশঙ্কা প্রকাশ করেছে যে, এমন পদক্ষেপে দেশটি রাশিয়ার আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার জানিয়েছেন, “যদি অন্যান্য ইইউ সদস্য রাষ্ট্র স্পষ্ট গ্যারান্টি না দেয়, তবে আমরা রাজনৈতিক ও আইনিভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করব।”

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ইইউ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদ ফ্রিজ করে রেখেছে। এ ছাড়া জি–৭ দেশগুলো ইতোমধ্যেই সেই হিমায়িত সম্পদের সুদ ব্যবহার করে ৫০ বিলিয়ন ডলারের তহবিল ইউক্রেনকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন কমে যাওয়ায় ইউরোপ এখন কিয়েভকে টিকিয়ে রাখতে আরও আগ্রাসী অর্থনৈতিক পদক্ষেপ খুঁজছে। কিন্তু সার্বভৌম সম্পদ ব্যবহারের আইনি ঝুঁকির কারণে ইইউ এখনো একটি ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

বর্তমানে ইইউ’র লক্ষ্য হলো—রাশিয়ার সম্পদ সরাসরি জব্দ না করে একটি নিরাপদ আর্থিক কাঠামো তৈরি করা, যাতে ইউক্রেনের সহায়তা অব্যাহত রাখা যায়, অথচ ব্লকের সদস্য দেশগুলো আইনি দায়ে না পড়ে।

কোন মন্তব্য নেই