সুপার ওভারে রিশাদকে না নামিয়ে অবাক করল বাংলাদেশ, প্রতিপক্ষেরও বিস্ময়
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সুপার ওভারে রিশাদকে না নামিয়ে অবাক করল বাংলাদেশ, প্রতিপক্ষেরও বিস্ময়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মিরপুরের ঘূর্ণি উইকেটে যখন বাংলাদেশের ইনিংস ২০০ রানের কাছাকাছি পৌঁছাতেও কষ্ট হচ্ছিল, তখন ঝোড়ো ব্যাটিংয়ে দলকে টেনে তোলেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন। ১৪ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দেন তিনি। কিন্তু ম্যাচ যখন গড়াল সুপার ওভারে, তখন রিশাদকে ব্যাটিংয়েই নামানো হয়নি—এতে হতভম্ব প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন সৌম্য সরকার, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু ১১ রানের লক্ষ্যও পেরোতে পারেনি টাইগাররা। ফলে ১ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন বাংলাদেশের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন,
“আমি অবাক হয়েছিলাম। যে ক্রিকেটার ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলল, সে নামলই না সুপার ওভারে। ছোট দিকের সীমানার দিকে সে আরও ছক্কা মারতে পারত।”
রিশাদকে কেন ব্যাটিংয়ে নামানো হয়নি—এ প্রশ্নে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সৌম্য সরকার জানান,
“এটা কোচ ও অধিনায়ক চিন্তা করেছে। আমরা জানতাম না আকিল বোলিং করবে। তাই ডানহাতি-বাঁহাতি সমন্বয় করা হয়েছিল।”
আকিল হোসেন মনে করেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কাজ করেছে। তিনি বলেন,
“রিশাদ না নামায় আমরা স্বস্তি পেয়েছি। সে লম্বা শট খেলতে পারে, শক্তিশালী ব্যাটার। ওকে না পাঠানো আমাদের জন্য সৌভাগ্যের।”
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
কোন মন্তব্য নেই