প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ

নতুন সরকার গঠনের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মন্ত্রীদের প্রতি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।



মঙ্গলবার সকালে নতুন সরকারের প্রথম একনেক বৈঠক এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

সকাল ১০টার পর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়। বৈঠকে নয়টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে।

সভাশেষে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।



এর আগে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জিয়াউল ইসলাম বলেন, নতুন সরকারের প্রথম একনেক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সভায় মোট নয়টি প্রকল্প উপস্থাপন করা হবে।

পরিকল্পনা বিভাগ জানিয়েছে, যাত্রাবাড়ী (মেয়র হানিফ ফ্লাইওভার)-ডেমরা (সুলতানা কামাল সেতু) মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পটি প্রথম একনেক টেবিলে স্থান পায়। 

প্রকল্পে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৬৮ কোটি টাকা। চলতি বছর থেকে ২০২২ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর।  এছাড়া গুরুত্বপূর্ণ আরো আট প্রকল্প অনুমোদনের জন্য বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।



কোন মন্তব্য নেই