এবার ক্রাইস্টচার্চে বোমা হামলার হুমকি
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বোমা হামলার হুমকি ও সন্দেহজনক বিস্ফোরকের প্যাকেট পাওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ক্রাইস্টচার্চের ফিলিপসটাউন এলাকার রাস্তা ঘেরাও করে অভিযান চালায়। এ সময় তাদের সঙ্গে বোমা নিষ্ক্রিয়কারী একটি দল, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর সদস্য ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
নিউ জিল্যান্ড হেরাল্ড ও রয়টার্স জানিয়েছে, ডিস্ট্রিক্ট পুলিশ কমান্ডার সুপারইনটেনডেন্ট জন প্রাইস বলেছেন, ক্রাইস্টচার্চের খালি একটি বাড়িতে সম্ভাব্য বিস্ফোরক বস্তু ও গুলিসহ একটি প্যাকেট পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ওই প্যাকেট নিরাপদে সরিয়ে নিয়েছে এবং এ ঘটনায় ৩৩ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অর্ধশত মুসল্লির প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার ওই বোমা হামলার হুমকি ও বিস্ফোরক ডিভাইস পাওয়া গেল সেখানে।
গত ১৫ মার্চ, শুক্রবার জুমার নামাজ চলার সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অস্ট্রেলীয় উগ্র বর্ণবাদী যুবকের বন্দুক হামলায় ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হয়।
হামলাকারী ব্রেনটন টারান্টের বিরুদ্ধে ৫০ গুণ খুনের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন।
শান্তির দেশ হিসেবে পরিচিত নিউ জিল্যান্ডে ওই হামলার পর দেশটিকে গভীলভাবে নাড়া দিয়েছে এবং সরকার দ্রুত অস্ত্র আইন কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রাইস্টচার্চে হামলার পর থেকে সতর্কাবস্থায় রয়েছে নিউ জিল্যান্ডের পুলিশ। মঙ্গলবারের ঘটনাস্থল লিনউড মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার দূরে।
কোন মন্তব্য নেই