মঙ্গোলিয়াকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মঙ্গোলিয়ার মেয়েদের ৩-০ গোলে উড়িয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল নাম লেখালো বাংলাদেশের মেয়েরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালের প্রথমার্ধে শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) গোলটি করেন মনিকা চাকমা। দ্বিতীয়ার্ধে মঙ্গোলিয়ার জালে আরো দু’বার বল পাঠায় বাংলাদেশ। ৬৯তম মিনিটে মনিকার অ্যাসিস্টে বাংলাদেশের ব্যবধান বাড়ান মারজিয়া। এরপর ৮১তম মিনিটে তহুরা খাতুনের পা থেকে আসে তৃতীয় গোল। আগামী ৩রা মে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস।
কোন মন্তব্য নেই