যুক্তরাষ্ট্রে করোনায় দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে : সিডিসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুক্তরাষ্ট্রে করোনায় দেড় লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে : সিডিসি












সমগ্র যুক্তরাষ্ট্রে আগামী জুলাই মাসের মাঝামাঝি নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। দেশটির ডিজিটাল কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারের (সিডিসি) প্রকাশিত তথ্যে এমনটিই জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার পর অর্ধেকেরও বেশি রাজ্যে ভাইরাসের বিস্তার এখনো অব্যাহত রয়েছে। বর্তমানে দেশব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছে।

সিডিসি তথ্য অনুসারে, ২০টি স্বতন্ত্র জাতীয় ফোরকাস্ট বলছে- যুক্তরাষ্ট্রে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কোভিড-১৯'এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখ ৩০ হাজার থেকে এক লাখ ৫০ হাজারে পৌঁছবে। অ্যারিজোনা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, হাওয়াই, মিসৌরি, নেভাডা, উত্তর ক্যারোলিনা, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি, টেক্সাস ও ওটাহে গত চার সপ্তাহে করোনায় মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা অতিক্রম করেছে।






তবে সিডিসি বলছে, অন্যান্য রাজ্যে করোনায় নতুন করে মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। এখনো পর্যন্ত সাতটি রাজ্য- নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, ইলিনয়, টেক্সাস, ম্যাসাচুসেটস ও ফ্লোরিডায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

গত মার্চ মাসে হোয়াইট হাউসের একটি প্রোজেক্ট মডেল ধারণা করেছিল, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ৪০ হাজার হতে পারে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটির প্রায় এক লাখ ২২ হাজার জনের মৃত্যু হয়েছে। সূত্র : ইয়েনি শাফাক





কোন মন্তব্য নেই