অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বছরে একবারের বেশি নয়
১০ লাখ টাকা পর্যন্ত আমানত বিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে একবারের বেশি হিসাব রক্ষণাবেক্ষণ ফি বা অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ (Account Maintenance Fee) কাটা যাবে না।
আজ রোববার (১১ এপ্রিল, ২০২১) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
প্রিয় পাঠকঃশেয়ার বাজার, ব্যাংকিং,প্রযুক্তি ও সকল বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Times Express
এ লাইক দিন এবং ফেসবুক গ্রুপ Times Express 🕛 এ জয়েন করে আমাদের সাথেই থাকুন।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে প্রকাশিত ওই সার্কুলারে বলা হয়েছে, ‘ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করার লক্ষ্যে গড় আমানত স্থিতির উপর ভিত্তি করে সঞ্চয়ী হিসাবের বিপরীতে রক্ষণাবেক্ষণ ফি যৌক্তিকীকরণপূর্বক পুনঃনির্ধারণ করে দেয়া হয়।’
‘উক্ত পুনঃনির্ধারিত হার অনুযায়ী ব্যাংকসমূহ প্রতি ছয়মাস পর একবার অর্থাৎ বছরে দুইবার একটি হিসাব হতে একাউন্ট মেইনটেন্যান্স চার্জ (Account Maintenance Fee) আদায় করতে পারে।’
‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষুদ্র আমানতকারীগণকে আর্থিক প্রণোদনা প্রদান ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে ১০ লাখ টাকা পর্যন্ত গড় আমানত স্থিতিবিশিষ্ট সঞ্চয়ী হিসাবের বিপরীতে বছরে দুইবারের পরিবর্তে একবার অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ (Account Maintenance Fee) আদায় করার জন্য ব্যাংকসমূহকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।’

কোন মন্তব্য নেই