ইন্টেলের নতুন প্রসেসরসহ এইচপির ক্রোমবুক এক্স৩৬০
ল্যাপটপটি কোর আই ফাইভ প্রসেসর পর্যন্ত আপগ্রেড করা যাবে। সেই সঙ্গে ২৫৬ জিবি পিসিআইই এসএসডি স্টোরেজও ব্যবহার করা যাবে।
এতে ১৯২০✕১০৮০ পিক্সেলের টাচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রাইভেসি সুইচসহ ৭২০ পিক্সেলের এইচডি ক্যামেরাও দেয়া হয়েছে। এছাড়াও এতে ব্যাকলাইট সমৃদ্ধ কি-বোর্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে। তবে এ ল্যাপটপের আরো ভালো হার্ডওয়্যার ভার্সনের দামের ব্যাপারে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
প্রসেসর, ডিসপ্লে, বিভিন্ন পোর্ট ব্যবহারের সুবিধার কারণে বাজারে থাকা অন্যান্য উচ্চমানের ক্রোমবুকের তালিকায় এটি এগিয়ে থাকবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা।
ভালো ডিসপ্লে, উন্নতমানের কি-বোর্ড, ভালো অডিও কোয়ালিটিসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কারণে ক্রোমবুকটি প্রযুক্তিবিদদের পছন্দের শীর্ষে রয়েছে এবং এটি কেনার ব্যাপারে তারা ব্যবহারকারীদের উৎসাহিত করেছেন।

কোন মন্তব্য নেই