ইতিহাসে সর্ববৃহৎ কলেবরে ডেইলি মেইল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতিহাসে সর্ববৃহৎ কলেবরে ডেইলি মেইল

 

বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল তার ইতিহাসে আজ শনিবার সবচেয়ে বৃহৎ কলেবরে প্রকাশিত হয়েছে। আজকে এই পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপের মৃত্যুতে তার বিভিন্ন সময়ের ছবি ও কাহিনী নিয়ে বর্ধিত এই কলেবর। তার মৃত্যুতে বৃটেনে আট দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে আজকের ডেইলি মেইলে তার জীবনের বিভিন্ন অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে। এতে স্থান পেয়েছে প্রচুর ছবি। রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তিনি শুক্রবার উইন্টসর ক্যাসেলে মারা যান।

৭৩ বছর তাদের দাম্পত্য জীবন। এ সময়ে তিনি পাশে থেকে রানীকে শক্তি ও সাহস যুুগিয়ে গেছেন। শুক্রবার বৃটেনের সময় দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চারদিকে বেদনায় ছেয়ে যায়। শোক প্রকাশ করা হয় বিশ্বের সর্বস্তর থেকে।








কোন মন্তব্য নেই