ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৩৪ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৩৪ শতাংশ



 


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৩৪ শতাংশ। তবে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১২ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে পাঁচ হাজার ২৫৪ দশমিক ৭৮ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক চার দশমিক ৮৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে এক হাজার ১৯৭ দশমিক ৬৬ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক সাত দশমিক শূন্য ৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ বেড়ে এক হাজার ৯৯০ দশমিক ৩৯ পয়েন্টে স্থির হয়। মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৪ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি আটটির। দৈনিক গড় লেনদেন হয় ৪৬৪ কোটি ৯২ লাখ ৭০ হাজার ৬০৬ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫০৭ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৫৮৬ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৩৪ শতাংশ।


গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৯ দশমিক ৬৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে আট কোটি ৯ লাখ ৫৭ হাজার ৬০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪০ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা।


এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ২০ পযসা কমে প্রতিটি ৩৪ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। যার সমাপনী দরও ছিল ৩৪ টাকা ৫০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৩২ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৭ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।


তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির বিমা খাতের এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৪ দশমিক ১৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন পাঁচ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৭ কোটি ২৪ লাখ সাত হাজার টাকার শেয়ার।


তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৬৭ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।


এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানির প্রতিদিন পাঁচ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার।


আর পঞ্চম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৯২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন দুই কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৩ কোটি ২৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার।


তালিকা ষষ্ঠ অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৮৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন চার কোটি ৪৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২২ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার।


ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির তিন কোটি ২৫ লাখ ৩৯ হাজারটি শেয়ার ২৩৬ কোটি ৬৬ লাখ ৩৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১০ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর তিন দশমিক ২০ শতাংশ কমেছে।


তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৪৩৪টি শেয়ার ১৫৩ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ছয় দশমিক ৬০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর তিন দশমিক ১৩ শতাংশ বেড়েছে।




কোন মন্তব্য নেই