৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাভা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিম জাভা


আবারো তীব্রভাবে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।


কম্পনের পরপরই আক্রান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর থেকে রাস্তায় নেমে আসেন। তবে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।


ভূমিকম্পের কেন্দ্রস্থল সুকাবুমি শহর থেকে ২২ কিলোমিটার দূরে। এটি ভূপৃষ্টের ১০৪ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থলে সুনামি সৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিএমকেজি।


স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, সুকাবুমির আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছেড়ে যাচ্ছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।


ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির কর্মকর্তা আবদুল মুহারী জানান, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে তারা পরিস্থিতির মূল্যায়ন করছেন।


এর আগে গত মাসে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প  পশ্চিম জাভার সিয়ানজুর শহরে আঘাত হানে। ওই সময় ৩ শতাধিক প্রাণহানি ঘটে ও হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।


২০০৪ সালে উত্তর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সূত্রপাত হয়, যা ১৪টি দেশে আঘাত করেছিল। ওই সময় ২ লাখ ২৬ হাজার মানুষ মারা গিয়েছিল।


প্রশান্ত মহাসাগরে ‘রিং অব ফায়ার’ নামের পরিচিতি এলাকায় ইন্দোনেশিয়ার অবস্থান। এখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয়েছে। এ কারণে বিস্তৃত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দ্বীপদেশ কম্পিত হয়েছে। আর ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের ইতিহাস রয়েছে।

কোন মন্তব্য নেই