হেলমেট ছাড়া নিরাপদ সড়ক দিবসের র‌্যালিতে বিআরটিএ কর্মীদের অংশগ্রহণে সমালোচনা রাজবাড়ীতে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হেলমেট ছাড়া নিরাপদ সড়ক দিবসের র‌্যালিতে বিআরটিএ কর্মীদের অংশগ্রহণে সমালোচনা রাজবাড়ীতে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হেলমেট ছাড়া নিরাপদ সড়ক দিবসের র‌্যালিতে বিআরটিএ কর্মীদের অংশগ্রহণে সমালোচনা রাজবাড়ীতে


রাজবাড়ী প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

তবে নিরাপদ সড়কের বার্তা দিতে আয়োজিত এই র‌্যালিতে আইন অমান্য করে তিন মোটরসাইকেল আরোহীকে হেলমেট ছাড়া অংশ নিতে দেখা যায়। তারা রাজবাড়ী বিআরটিএ অফিসের প্ল্যাকার্ড বহন করছিলেন। এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে সভায় সভাপতিত্ব করেন।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শিক্ষার্থী মোহাম্মদ সাঈদুজ্জামান সাকিব বলেন, “রাজবাড়ীতে মাত্র ১০ হাজার টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়—এমন অনিয়ম বন্ধ করা দরকার।”

বিআরটিএ রাজবাড়ী সার্কেলের পরিদর্শক লিটন কুমার দে বলেন, “মোটরসাইকেলে তিন আরোহীর হেলমেট ছাড়া প্ল্যাকার্ড বহনের বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।”

স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—নিজেরা আইন না মানলে কীভাবে ‘নিরাপদ সড়ক’-এর বার্তা পৌঁছাবে সাধারণ মানুষের মাঝে?

কোন মন্তব্য নেই