ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ছে: নতুন গবেষণার চমকপ্রদ তথ্য - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ছে: নতুন গবেষণার চমকপ্রদ তথ্য

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ধূমপান না করেও ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ছে: নতুন গবেষণার চমকপ্রদ তথ্য



 টাইমস এক্সপ্রেস ২৪

ধূমপান না করেও দ্রুত বাড়ছে ফুসফুস ক্যানসারের ঝুঁকি—সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের বিজ্ঞানীদের যৌথ এই গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসারে আক্রান্ত প্রতি পাঁচজনের একজন কখনও ধূমপান করেননি

জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (JAMA)-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, যারা জীবনে ১০০টিরও কম সিগারেট খেয়েছেন (অর্থাৎ কার্যত ধূমপায়ী নন), তাদের মধ্যেই ১৫ থেকে ২০ শতাংশ ফুসফুস ক্যানসারের ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ার পিটার ম্যাককালাম ক্যানসার সেন্টারমেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক বেনজামিন জে. সলোমন নেতৃত্বাধীন দলটি ৯২টি আন্তর্জাতিক গবেষণা বিশ্লেষণ করে দেখেছেন, ধূমপান না করা ব্যক্তিদের মধ্যে ফুসফুস ক্যানসারের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অ্যাডিনোকারসিনোমা, যা ক্যানসারের একটি জটিল ধরন।

গবেষণায় আরও জানা গেছে, ধূমপান না করা রোগীদের মধ্যে ক্যানসার–সম্পর্কিত জিনগত পরিবর্তন তুলনামূলকভাবে বেশি হয়। এসব পরিবর্তন চিকিৎসা পদ্ধতি ও ওষুধের কার্যকারিতায় সরাসরি প্রভাব ফেলে।

বিশ্লেষণ অনুযায়ী, যারা ধূমপান করেন না, কিন্তু ফুসফুস ক্যানসারের ঝুঁকিতে আছেন, তাদের মধ্যে সাধারণত নিচের কারণগুলো দেখা যায়—

  • পরোক্ষ ধূমপান বা অন্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ

  • রেডিওঅ্যাকটিভ পদার্থের সংস্পর্শ

  • বায়ুদূষণ ও শিল্প দূষণ

  • অ্যাসবেস্টসের সংস্পর্শ (ক্ষতিকর নির্মাণ উপাদান)

  • পারিবারিক ইতিহাস, অর্থাৎ নিকট আত্মীয়দের মধ্যে ফুসফুস ক্যানসারের উপস্থিতি

গবেষক দলের মতে, এই ফলাফলগুলো প্রমাণ করে যে—

“শুধু ধূমপান নয়, দূষণ, জিনগত কারণ ও পরিবেশগত প্রভাবও ফুসফুস ক্যানসারের বড় ঝুঁকি তৈরি করছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্য ভবিষ্যতে ফুসফুস ক্যানসারের প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে নতুন দিকনির্দেশনা দিতে পারে।

কোন মন্তব্য নেই