কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৬:০৫, ২৮ অক্টোবর ২০২৫
কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণ (ইমার্জেন্সি/ডাইভারশন) বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল এভিয়েশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব শাকিলা পারভিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইট চালুর পূর্বে নন-শিডিউল ও জরুরি ফ্লাইটের জন্যও বিমানবন্দরটি ব্যবহার না করার অনুরোধ জানানো হলো।”
এ বিষয়ে মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছে—বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
এদিকে, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার উপযোগী করে তুলতে কয়েক দফা উন্নয়ন কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই স্থগিতাদেশ বিমানবন্দরের আধুনিকায়ন ও নিরাপত্তা সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্নের লক্ষ্যে নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই