শেষ ৩ ওভারে ৫১ রানেই হার! পরাজয়ের কারণ জানালেন লিটন দাস

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 
 শেষ ৩ ওভারে ৫১ রানেই হার! পরাজয়ের কারণ জানালেন লিটন দাস
ক্রীড়া প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, রাত ১০:৪৫
শেষ ৩ ওভারে ৫১ রান—এই এক দুর্বল জায়গাটিই ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিয়েছে বলে মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারের ঝড়ে হেরে গেছে টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে তাদের ব্যাটাররা চাপে থাকলেও শেষ দিকে ভয়ঙ্কর রূপ নেন শেই হোপ ও রোভম্যান পাওয়েল। ১৭ ওভার শেষে যেখানে রান ছিল মাত্র ১১৪, সেখান থেকে শেষ তিন ওভারে তুলেন ৫১ রান।
১৮তম ওভারে তাসকিন দেন ১৫, ১৯তম ওভারে মোস্তাফিজ দেন ১৪ এবং শেষ ওভারে তানজিম সাকিবের বলে ওঠে ২২ রান। সবমিলিয়ে ক্যারিবীয়রা থামে ১৬৫ রানে।
লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ১৬ রানে পরাজিত হয়। ম্যাচ হারের কারণ হিসেবে নিজের বোলারদের স্লগ ওভারের ব্যর্থতাকেই দায়ী করেন লিটন।
তিনি বলেন, “প্রথম ১০ ওভারে তারা ভালো ব্যাটিং করেছে, কিন্তু শেষ তিন ওভারেই ম্যাচ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। স্লগ ওভারে আমাদের আরও ভালো পরিকল্পনা ও বোলিং এক্সিকিউশন দরকার।”
অধিনায়ক আরও যোগ করেন, “শেষ ৩ ওভার বাদ দিলে আমাদের বোলিং মোটামুটি ভালো ছিল। তবে ক্যাচ ধরার ক্ষেত্রেও উন্নতি করতে হবে। স্লগ ওভারে যারা বল করবে, তাদের আরও দায়িত্ব নিতে হবে।”
নিজ দলের ব্যাটিং নিয়েও অসন্তুষ্ট লিটন, বিশেষ করে শামীম হোসেনের ব্যাটিংয়ে হতাশা প্রকাশ করেন তিনি। “শামীম যেভাবে ব্যাটিং করেছে, তা হতাশাজনক। ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব নিতে হবে—শুধু উপভোগ করতে ক্রিজে নামলেই চলবে না। পাওয়ার প্লেতে একাধিক উইকেট হারানোও আমাদের বিপক্ষে গেছে।”
বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচে স্লগ ওভারের বোলিং ও ব্যাটিংয়ের পরিকল্পনা নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।
কোন মন্তব্য নেই