সাভারে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত ৭ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাভারে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত ৭

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাভারে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত ৭


সাভার প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

ঢাকার সাভারে প্রতিপক্ষের হামলায় আবু সাইদ (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় ধারালো অস্ত্র ও ইটের আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাইদ স্থানীয় মৃত মুনতাজ আলীর ছেলে। আহতদের মধ্যে পাঁচজনকে গুরুতর অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে জাকির নামের এক ব্যক্তির নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবু সাইদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত জাবেদ জানান, “রাত ৮টার দিকে জাকির বাহিনী হঠাৎ হামলা চালায়। তাদের হাতে লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র ছিল। এতে আবু সাইদ ঘটনাস্থলেই মারা যান এবং সাতজন আহত হন।”

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ বলেন, “নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক।”

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম বিল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

কোন মন্তব্য নেই