বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ—মিরপুরে সিরিজের ভাগ্য নির্ধারণ আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ—মিরপুরে সিরিজের ভাগ্য নির্ধারণ আজ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ—মিরপুরে সিরিজের ভাগ্য নির্ধারণ আজ


ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে আজ দুপুর দেড়টা থেকে শুরু হবে লড়াই—প্রশ্ন একটাই, মিরপুরে কার হাসি শেষ পর্যন্ত ফোটে?

সিরিজের প্রথম ম্যাচে স্পিন নির্ভর কৌশলে এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচে সেই স্পিনই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ড্যারেন স্যামির নেতৃত্বে ক‍্যারিবীয়রা ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় ফেরায় সিরিজ। ফলে আজকের ম্যাচে জিতলেই ট্রফি উঠবে যে কোনো এক দলের হাতে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, দল আত্মবিশ্বাসী এবং শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই নামছে। তবে দলের ব্যাটসম্যানদের ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে—বিশেষ করে টপ অর্ডার থেকে রান পেতে হবে যদি সিরিজ জয় নিশ্চিত করতে হয়।

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৫টি সিরিজ জিতেছে, যার মধ্যে ১৮টিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জিতেছে ১১ বার। আজ যদি জয় পায়, সেটিই হবে দেশের ৩৬তম ওয়ানডে সিরিজ জয়।

তবে পরিসংখ্যান নয়, মিরপুরের ২২ গজেই ঠিক হবে আজকের ভাগ্য। বছরজুড়ে মাত্র ১০ ওয়ানডেতে ২ জয় পাওয়া বাংলাদেশ আজ লড়বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে। স্পিন-স্পিন দ্বৈরথে শেষ হাসিটা কে হাসবে—বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার কেন্দ্রবিন্দু।

কোন মন্তব্য নেই